৩১ প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ | আপডেট: ৮:৫৯:অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্কে (একেডিএন) পণ্য ও সেবা প্রদানকারি ৩১টি প্রতিষ্ঠানেকে ছয় লাখ ৮০ হাজার টাকার ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একেডিএনকে দেয়া মোট আট কোটি তিন লাখ ২০ হাজার ৮৮৭ মূল্যমানের পণ্য ও সেবার বিপরীতে সরকার ছয় লাখ ৮০ হাজার ৩৩৪ টাকার ভ্যাট মওকুফ করেছে বলে জানা গেছে। অডিট ফিস, কম্পিউটার, বিদ্যুৎ সরঞ্জাম, ফার্নিচার, সিমেন্ট, স্টেশনারির দ্রব্যসহ বিভিন্ন পণ্যের মূল্যের ওপর ওই ভ্যাট মওকুফ করা হয়েছে। এনবিআরের মূসক নীতির প্রথম সচিব হাছান মুহম্মদ তারেক রিকাবদার সই করা আদেশটি সম্প্রতি জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঊর্ধ্বতন একটি সূত্র। আদেশে বলা হয়েছে, আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) ও বাংলাদেশ সরকারের মধ্যে পারস্পরিক ভাবমূর্তি উজ্জ্বল ও সম্পর্ক সুদূঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু একেডিএন ও সরকারের মধ্যে সম্পদিত প্রটোকল অনুয়ায়ী একেডিএনের আওতাধীন সংশ্লিষ্ট অফিস ও অলাভজনক এজেন্সিসমূহ স্থানীয়-আন্তর্জাতিক পণ্য/সেবা ক্রয়ের বিপরীতে আরোপিত কর মওকুফ করবে বলে অঙ্গীকার করেছে। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারার উপ-ধারা (২) প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরবরাহকরী প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত প্রটোকল চুক্তির আওতায় আরোপণীয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) হতে অব্যাহতি প্রদান করা হলো। সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে অডিট ফিস, কম্পিউটার, বিদ্যুৎ সরঞ্জাম, ফার্নিচার, সিমেন্ট, স্টেশনারির দ্রব্যসহ বিভিন্ন পণ্যের মূল্যের ওপর ওই ভ্যাট মওকুফ করা হয়েছে। শিয়া ইসমাইলিয়া মুসলিমদের ৪৯তম উত্তরাধিকারী ইমাম (আধ্যাত্মিক নেতা) প্রিন্স করিম আগা খানের প্রতিষ্ঠান আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন)। বিগত ছয় দশক ধরে স্বাস্থ্য, শিক্ষা, সাংস্কৃতিক পুনরুদ্ধার এবং অর্থনৈতিক ক্ষমতায়নে কাজ করছে প্রতিষ্ঠানটি। সুন্দরবনটাইমস.কম/রহমান আজিজ/ঢাকা সংবাদটি ২৭৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ১৩০কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরায় আইটি সেন্টার গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী পলক সব ধরনের ঋণে দুই মাসের সুদ স্থগিত