হাইব্রিড ও দুর্নীতিবাজদের আওয়ামীলীগে কোন স্থান নাই: শেখ হারুন প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯ | আপডেট: ৮:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রীর লক্ষ্য এখন দেশ থেকে দুর্নীতি ও মাদক নির্মুল করা। সম্প্রতি ক্যাসিনো অভিযানের কথা উল্লেখ করে শেখ হারুন বলেন, দুর্নীতি, অনিয়ম ও যেকোন অপরাধের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এখন কাউকে ছাড় দিচ্ছেন না। তিনি দলের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছেন উল্লেখ করে বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ক্লিন ইমেজ, ত্যাগী ও তরুন নেতাদের অগ্রাধিকার দেয়ার মাধ্যমে দল গঠণের জন্য প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে। এখন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠণের যেসব নতুন কমিটি হবে, সেসব কমিটি স্বচ্ছতার ভিত্তিতে গঠণ করা হবে। তিনি উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে বলেন, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, হাইব্রিড ও ২০০৮ সালের পরে বিএনপি-জামাত থেকে যারা যোগদান করেছে তাদের আওয়ামীলীগে কোন স্থান নাই। এ ধরণের ব্যক্তিদের সংগঠণের কোথাও ঠাই নাই। আওয়ামীলীগ বেঁচে থাকলে আমরা সবাই বেঁচে থাকব উল্লেখ করে তিনি দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার লক্ষে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, এ্যাডঃ সোহরাব আলী সানা, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এএফএম মাকসুদুর রহমান, বি,এম সালাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, দপ্তর সম্পাদক এ্যাডঃ ফরিদ আহম্মেদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান, মহিলা সম্পাদক হালিমা ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, উপ-দপ্তর বিষয়ক সম্পাদক এ্যাডঃ শাহ আলম, জেলানেতা মালিক সরোয়ার, তারিক হাসান মিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গী, আনোয়ার ইকবাল মন্টু, আনন্দ মোহন বিশ্বাস, মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু ও আব্দুল মান্নান গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আওয়ামীলীগনেতা শেখ ইকবাল হোসেন খোকন, এস,এস, আইয়ুব আলী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু ও পাপিয়া সরোয়ার। উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ১৭৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি