সাতক্ষীরায় ২৪ঘন্টায় নতুন আরো ৯৯ জন: ছাড়পত্র ৩১০ জনকে: আইসোলেশনে ১ প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ১০:৩০:পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিদেশ ফেরত আরো নতুন ৯৯ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক যুবক ভর্তি হয়েছেন। এনিয়ে,এ পর্যন্ত মোট ২ হাজার ৬৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া হোমকোয়ারেন্টাইন থেকে ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩১০ জনকে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের এক যুবক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তার অ্যাজমা ও ডায়াবেটিস রয়েছে। করোনার উপসর্গের সঙ্গে তার কিছুটা মিল থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে। এদিকে, ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীরা নিজ দেশে ফিরতে পারলেও ভারতে লক ডাউনের কারনে ভারতীয়রা বাংলাদেশ থেকে তাদের দেশে ফিরতে পারছেননা বলে জানিয়েছেন ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার। তবে, ভোমরাস্থল বন্দরসহ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারী করেছে সীমান্ত রক্ষী বাহিনীরা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরায় হোম কোয়ারেন্টাইনেহোম কোয়ারেন্টাইন সংবাদটি ২৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান