সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ | আপডেট: ৩:৪৯:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

পাল্টাপাল্টি নানা কর্মসুচির মধ্যদিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শহরের জজকোর্ট সংলগ্ন পলাশপোল এলাকা থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালিটি সাতক্ষীরা-যশোর সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও কেককাটা।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মাহমুদুল হক, জেলা স্বোচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক শেখ জিল্লুর রহমান ও মোরশেফুল ইসলাম মিঠু, শিল্পবিষয়ক সম্পাদক রিয়াজ কামাল মামুন প্রমুখ।

এদিকে, বেলা ১১ টায় শহরের আমতলা মোড় এলাকায় জেলা স্বোচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষ পাল্টা একটি কর্মসুচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক চেয়ারম্যান আব্দুর রউফ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। সেখানে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স