সাতক্ষীরায় মেয়র পদে বিএনপি প্রার্থী চিশতি পুনরায় বেসরকারীভাবে নির্বাচিত প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ | আপডেট: ৮:৩১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২১ (ইনসেটে ছবি) তাজকিন আহমেদ চিশতি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী তাজকিন আহমেদ চিশতি বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫ হাজার ৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু পেয়েছেন ১৩ হাজার ২২১ ভোট। এছাড়া নৌকা প্রতিকের প্রার্থী শেখ নাসেরুল হক পেয়েছেন ১৩ হাজার ৫০ ভোট, জগ প্রতীকের নুরুল হুদা পেয়েছেন ২ হাজার ৮শ ৮৮ ভোট ও হাতপাখা প্রতীকের প্রার্থী এসএম মুস্তাফিজুর রউফ পেয়েছেন ১ হাজার ৬ শত ৭৯ ভোট। এছাড়া সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে কায়ছারুজ্জামান হিমেল, ২নং ওয়ার্ডে সৈয়দ মাহমুদ পাপা, ৩নং ওয়ার্ডে আইনুল ইসলাম নান্টা, ৪নং ওয়ার্ডে কাজী ফিরোজ হাসান, ৫নং ওয়ার্ডে আনোয়ার হোসেন মিলন, ৬নং ওয়ার্ডে শেখ মারুফ হোসেন, ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন কালু, ৮নং ওয়ার্ডে শফিকুল আলম বাবু ও ৯নং ওয়ার্ডে শেখ শফিকউদ্দৌলা সাগর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যথাক্রমে নুরজাহান নুরী, অনিমা রানী মন্ডল ও রাবেয়া পরভীন বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ নাজমুল কবির এই তথ্য নিশ্চিত করেছেন। এসজি/ডেক্স সংবাদটি ৭২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক