সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ | আপডেট: ৭:৫০:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মুনসুর রহমান শেখ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ও ১৪ মামলার আসাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গোলাগুলিতে মুনসুর রহমান শেখ নিহত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরতলীর বাকাল ইসলামপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মুনসুর রহমান শেখ শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার নামে ১৪টি মাদক মামলা রয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মুনসুর রহমান শেখের লাশ পড়ে থাকতে দেখা যায়। এসময় সেখান থেকে একটি ওয়ান শ্যুটার গানও উদ্ধার হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধারসাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার সংবাদটি ৩১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ