সাতক্ষীরায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্টানকে জরিমানা প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে বুধবার(২২ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় ইটাগাছা বাজারের গালিব ফার্মেসী কে ৩ হাজার,হোসনেআরা ফার্মেসী কে ৭ হাজার ও শীতল ড্রিংকিং ওয়াটার কে ৫ হাজার মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।এ সময় ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি সাতক্ষীরা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা সংবাদটি ২২০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান