সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ মাদক ব্যবসায়ীসহ ১১০ গ্রেফতার,ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ | আপডেট: ১২:৩২:অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীসহ ১১০ জনকে গ্রেফতার করেছে। এসময় ৪১পিচ ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিলসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭টি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত সাতক্ষীরা জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ২৬ জন, কলারোয়া থানা থেকে ১৩ জন, তালা থানা থেকে ৯ জন, কালিগঞ্জ থানা থেকে ১৫ জন, শ্যামনগর থানা থেকে ১৭ জন, আশাশুনি থানা থেকে ২৪ জন, দেবহাটা থানা থেকে ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে মাদক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা ইয়াবা উদ্ধারফেনসিডিল উদ্ধারবাংলাদেশ পুলিশের অভিয়ানসাতক্ষীরা পুলিশের মাদকবিরোধী অভিযান সংবাদটি ২৬১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান