সাতক্ষীরায় পুলিশের কঠোর পদক্ষেপ: তিন সপ্তাহে ৬৩৯টি মামলা প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ | আপডেট: ১:৫৩:অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ করোনা সংক্রমণ রোধে সাতক্ষীরা জেলা পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্ত চেক পোস্টে অপ্রয়োজনীয় যাতায়াত বন্ধে গত তিন সপ্তাহে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়কালে ২৩৭টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৩ দিনে অকারণে রাস্তায় চলাচলের কারণে ৬৩৯টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আরোও বলেন,যশোরের শার্শা থেকে করোনা আক্রান্ত হয়ে একজন স্বাস্থ্য কর্মীর সাতক্ষীরায় আসার ঘটনাকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নেয় সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসন। সেই পদক্ষেপের অংশ হিসেবে জেলার সকল প্রবেশদ্বারে চেকপোস্ট কসানো হয়। এই চেকপোস্টে সাতক্ষীরা থেকে বাইরের জেলায় যাওয়া বা আসা বন্ধ করা হয়। তিনি বলেন,ইতিমধ্যে, জেলার প্রবেশদ্বার তালা উপজেলার সুভাষিনী এলাকায় পুলিশি চেকপোষ্টে সাতক্ষীরা মেডিকেল কলেজে কর্মরত এক জন ডাক্তারসহ কমপক্ষে৭-৮জন সরকারী-বেসরকারী প্রতিষ্টানে কর্মরত চাকুরীরতদের খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে গতিরোধ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা প্রতিদিন খুলনা থেকে সাতক্ষীরায় কর্মস্থলে আসেন। পরে তাদের স্ব-স্ব কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে তারা যাতে আর এভাবে না আসেন সে জন্য তাদের শপথ করানো হয়েছে। এরপর তাদেরকে ফেরত পাঠানো হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাইকে স্ব-স্ব কর্মস্থলে থেকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করা হলো। সাতক্ষীরা জেলা পুলিশ সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান