সাতক্ষীরায় পুলিশ সদস্য সহ আরো ৬ জনের করোনা শনাক্ত: জেলায় মোট ৬৪ প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জুন ১২, ২০২০ | আপডেট: ১০:৪৪:অপরাহ্ণ, জুন ১২, ২০২০ গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় পুলিশের একজন এসআইসহ নতুন করে আরো ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাঠানো এক রিপোর্টে এ তথ্য জানানো হয়। এ নিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ৬৪ জন করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ( ১২ জুন) রাত ১০ টার সময় বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার । তিনি আরোও জানান, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে পুলিশে একজন এসআই রয়েছেন। তাকে সাতক্ষীরা সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আনসার আলীর ছেলে সাগর হোসেন, একই উপজেলার মথুরাপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে(এসআই) ফরিদ আহমেদ, শহরের মুনজিতপুরের মাহবুবুর রহমানের ছেলে আনারুল ইসলাম (৫০), কলারোয়া উপজেলার খোদ্দো গ্রামের রনজিত পালের ছেলে সত্যপদ পাল(৪০), তালা উপজেলার নগরঘাটা গ্রামের রুমা বেগম ও একই উপজেলার কিসমত ঘোনা গ্রামের আজিজুর রহমান (৩৪) করোনা আক্রান্ত হয়েছেন । ইতিমধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ তাদের আশে পাশের কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। ডাঃ জয়ন্ত সরকার আরোও জানান, আজ পর্যন্ত এ জেলা থেকে মোট ১ হাজার ৩৩০ জনের নমুনা সংগ্রহ করে আইডিসিআর ও পিসআির ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ৮৬৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৬৪ জনের করোনা পজিটিভ ও বাকীসব রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৭৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান