সাতক্ষীরায় দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ১০:২৫:পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ সাতক্ষীরার সদর উপজেলায় আব্দুল আজিজ মোল্যা (৫০) নামে এক দিনমজুরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহকুলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আব্দুল আজিজ মোল্যা ওই গ্রামের মরহুম এনায়েত মোল্যার ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের প্রতিবেশি ইনসাফ আলী জানান, আব্দুল আজিজের কোন শত্রু ছিল না। দিনমজুরের কাজ করে সংসার নির্বাহ করতেন তিনি। তাছাড়া জমাজমিও তেমন নেই-যা নিয়ে কারো সাথে বিরোধ ছিল। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ওসি মো: আসাদুজ্জামান জানান, আব্দুল আজিজের বাড়ির পাশে একটি বাগানে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মগে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। সংবাদটি ৭১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক