সাতক্ষীরায় ডিবির অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ | আপডেট: ১০:৪১:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে মো.আনিছুর রহমান মোড়ল (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে।আটকের সময় তার কাছ থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা-খুলনা সড়কের পাটকেলঘাটার হারুন অর রশিদ ডিগ্রী কলেজের সামনে থেকে ডিবির এস.আই রিয়াদুল ইসলামের নেতৃত্বে এস.আই মো. হাফিজুর রহমান, এস.আই মিজানুর রহমান, এ.এস.আই বিষ্ণু কুমার ঘোষাল , এ.এস.আই শরীয়াতুল্লাহ সঙ্গীয় ফোর্স সহ মো. আনিছুর রহমান মোড়লকে ২০০(দুইশত) পিচ ইয়াবা সহ আটক করে। সে পাটকেলঘাটা থানার আমতলার ডাঙ্গা গ্রামের মো. আফসার আলী মোড়ল ছেলে। সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি)অফিসার ইনচার্জ আলী আহমেদ হাশমী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা সাতক্ষীরায় ডিবির অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক সংবাদটি ৪২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু