সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২০ সাতক্ষীরায় জলবদ্ধতা নিরসনের দাবীতে জেলা নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নাগরিক কমিটির পৌর অফিস ঘেরাও করে এ মানববন্ধন অনুষ্টিত হয় । জেলা নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিমের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, মাধব চন্দ্র দত্ত, পরেশ পাল প্রমুখ। কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাম্প্রতিক জোয়ার ও বৃষ্টির কারনে সাতক্ষীরা পৌরসভার দুই লাখ জনগোষ্ঠীর বেশীরভাগ পানিবন্দী। তাদের জীবন এখন মানবেতর হয়ে উঠেছে। যাতায়াতের পথ এবং কর্মসংস্থান হারিয়ে মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার উপক্রম প্রায় । একই সাথে শহরের প্রানসায়ের খালে বর্জ্যে পরিনত হয়েছে। এসময় তারা ৫ দফা দাবি তুলে, অবিলম্বে পানি নিষ্কাশনের বাধা দূর , পানি নিষ্কাশনের পথ ছাড়া কোন বাড়ি নির্মানের অনুমতি না দেওয়া , পৌরসভার ঘের উচ্ছেদ, রাস্তা সংস্কার, নর্দমা সংস্কার করে পানিপ্রবাহ সচল রাখার দাবীগুলো উল্লেখ করেন। পরে তারা পৌর মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনসাতক্ষীরা জেলা নাগরিক কমিটি সংবাদটি ৪৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক