সাতক্ষীরায় জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসুচি পালিত প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ | আপডেট: ১১:৪০:অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২১ ২০০৫ সালের ১৭ আগষ্ট সাতক্ষীরাসহ দেশের ৬৩টি জেলায় একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ, জেলা ছাত্রলীগের প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. ওসমান গণি। সংবাদটি ২৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক