সাতক্ষীরায় ছুটির দিনে কর্মরত অবস্থায় ট্রাক্টর উল্টে কৃষি কর্মকর্তার মৃত্যু প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ | আপডেট: ৮:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২০ সাতক্ষীরায় জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর উল্টে সোহরাব হোসেন (৩৮) নামক এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত সোহরাব হোসেন সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা গ্রামের আবুল খায়েরের ছেলে এবং ভোমরা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ডা. আসাদুল হক জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে ভোমরা ইউনিয়নের হাড়দ্দহা কোনা নামক স্থানে জনৈক ফারুক হোসেনের মৎস্যঘেরে জমি চাষ করছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সোহরাব হোসেন। তিনি নিজেই ট্রাক্টর চালাচ্ছিলেন। জমি চাষ শেষে বেড়িবাঁধে উঠার সময় ট্রাক্টর উল্টে তার বুকের উপর পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সংবাদটি ৬৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক