সাতক্ষীরায় একটি ইউপি চেয়ারম্যান ও দুটি ইউপি সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে চলছে প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ | আপডেট: ২:১৮:অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০ সাতক্ষীরায় একটি ইউপি চেয়ারম্যান ও দু’টি ইউপি সদস্য পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের উপস্থিতি ছিল বেশ। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১৭ হাজার ৪ শ ৪৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থী রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থীসহ তিনজন। এছাড়া সদর উপজেলার বাশদহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসজি/ডেক্স সংবাদটি ৩৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান