সাতক্ষীরায় আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ | আপডেট: ৬:২৬:অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রোববার সকাল ১০টায় জজাকোর্ট চত্বরের শহীদ মিনার পাদদেশে উক্ত মান্ববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, সদস্য অ্যাড.রফিকুল ইসলাম, অ্যাড. নওশের আলী, বীরমুক্তিযোদ্ধা অ্যাড. ইউনুস আলী, অ্যাড. রাজিব রায় চৌধুরী সঞ্জয়, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. প্রবীর মুখার্জি প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও পরাজিত শক্তি এখনও সক্রিয়। তারা যে কোন মূল্যে দেশের অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত হেনে গণতন্ত্র ও সংবিধানকে ক্ষতবিক্ষত করতে চায়। একটি মৌলবাদি শক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মত কাজ করে নিজেদের ক্ষমতা জাহির করতে চায়। এরই অংশ হিসেবে তারা সম্প্রতি কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে। এটা মেনে নেওয়া হবে না। যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য সারাদেশের প্রতিটি জেলায় স্থাপিত করতে হবে। মৌলবাদীরা এতে বাধা দিতে আসলে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে মর্মে হুশিয়ারি প্রদান করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড.সাহেদুজ্জামান সাহেদ। এসজি/ডেক্স সংবাদটি ১৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক