সাতক্ষীরার ৪৬টি কেন্দ্রে ২৬৪৮৭ জন এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অংশ গ্রহন

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২ | আপডেট: ২:৩০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

বন্যার কারণে স্থগিত হওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছে। যা চলবে দুপুর ১ টা পর্যন্ত। জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ৪৬ টি কেন্দ্রে ২৬ হাজার ৪৮৭জন জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, সাতক্ষীরা জেলায় ৪৬ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৬ হাজার ৪৮৭জন জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে এসএসসিতে ২৭টি কেন্দ্রে ১৯ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী, দাখিলে ১২টি কেন্দ্রে ৬ হাজার ৭৮জন শিক্ষার্থী, এসএসসি (ভোকেশনালে ) ১ হাজার ৪৩১জন শিক্ষার্থী অংশ গ্রহন করেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, এসএসসি ও সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য:  এবার সংশোধিত ও পুনর্বিন্যাসিত সিলেবাসে ৩ ঘণ্টার পরিবর্তে ২ ঘণ্টা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে ১১টা থেকে শুরু দুপুর ১ টা পর্যন্ত অনুষ্টিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স