সাতক্ষীরার শ্যামনগরে হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২২ সাতক্ষীরায় হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে কোস্টগার্ড। শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজারে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক দুজন হরিণ শিকারি বলে দাবি করেছে কোস্টগার্ড। আটক রবীন্দ্রনাথ মণ্ডল (৩৫) শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের বিনয় মণ্ডলের ছেলে এবং আব্দুল মাজেদ সানা (৪৫) একই উপজেলার হরিনগর গ্রামের আফতাব সানার ছেলে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার (বিএন) এম. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কৈখালী কোস্টগার্ড জানায়, সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময়ে সেখান থেকে সাত কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই শিকারীকে আটক করা হয়। আটকের সময় তাঁদের কাছ থেকে হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লে. কমান্ডার (বিএন) এম. মামুনুর রহমান জানান, আটক দুই শিকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মরগাং ফরেস্ট অফিসের মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৩৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা