সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে তৃতীয় দিনের মত পেঁয়াজ আমদানি বন্ধ প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৫:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ গত সোমবার সকাল থেকে ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে তৃতীয় দিনের মত পেঁয়াজ রফতানি বন্ধ রয়েছে। তবে এই বন্দর দিয়ে পেঁয়াজ ব্যাতিত অনুমদিত অন্য সকল পন্য আমদানি রপ্তানি কার্যক্রম চালু রয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, গত সোমবার থেকে হঠাৎ করেই ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ায় আজ তিনদিন ভারত থেকে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে কোন পেঁয়াজ ভর্তি ট্রাক সাতক্ষীরায় প্রবেশ করেনি। তবে ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমর্স এ ১৬৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছে। ভারতীয় উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলেই যেকোন সময় বাংলাদেশে প্রবেশ করবে বলে জানান তিনি। এদিকে, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ থাকায় বাংলাদেশের পেঁয়াজ ব্যাবসায়ীরা যাতে পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এবং আজ সকাল থেকে এই টাস্ক ফোর্স ভোমরা স্থল বন্দর ও বিভিন্ন পাইকার ও খুচরা বাজার মনিটরিং করছে বলে জনান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মুরশিদা খাতুন। সংবাদটি ৫৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান