সাতক্ষীরার ধুলিহরে হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০ | আপডেট: ১১:২৪:পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ধুলিহর থেকে হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান,দুই রাউন্ড গুলি,একটি বড় ছোরা ও দুই জোড়া সেন্ডেল উদ্ধার করেছে। পুলিশের দাবী দুইদল সন্ত্রাসীর গোলাগুলির মুখে ওই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত অহেদ আলী গাজী সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের তমালতলা গ্রামের মৃত নবাত আলী গাজীর ছেলে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান,শুক্রবার ভোর রাতে সদর উপজেলার ধুলিহর এলাকার একটি আমবাগানে সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি টিম সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রসীরা এ সময় পালিয়ে যায়। সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এ সময় হত্যাসহ একাধিক মামলার আসামী অহেদ আলী গাজী মারা যায়। পরে পুলিশ তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটার গান, ,দুই রাউন্ড গুলি,একটি বড় ছোরা ও দুই জোড়া সেন্ডেল। ওসি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরা সিটি কলেজ প্রভাষক মামুন হত্যা এবং ২০১৯ সালের ২২ জুলাই আওয়ামী লীগ নেতা নজরুল হত্যাসহ ৬টি মামলা রয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স গুলিবিদ্ধ লাশ উদ্ধার সংবাদটি ২৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান