সাতক্ষীরার কলারোয়ায় ২শ ৫০বোতল ফেন্সিডিল সহ আটক-১ প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ | আপডেট: ৫:০৫:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ সাতক্ষীরার কলারোয়া উপজেলার খাসপুর গ্রাম এলাকা থেকে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ১ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটককৃত ঐ ব্যাক্তি জেলার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের আজিজুল ইসলামের ছেলে আলামিন হোসেন (২৩)। র্যাব-৬ এর সিনিয়র এএসপি মোঃ বজলুর রশীদ বৃহস্পতিবার(২৩জুলাই) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে সাতক্ষীরা র্যাবের (সিপিসি-১) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া উপজেলার খাসপুর চৌরাস্তার যাত্রী ছাউনির সামনে থেকে মাদক বিক্রির সময় আলামিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫০ বোতল ফেন্সিডিল সহ ২ টি মোবাইল ও ৪ টি সিম জব্দ করা হয়। পরবতীর্তে জব্দকৃত আলামত সহ আসামীকে বৃহস্পতিবার কলারোয়া থানায় হস্তান্তর করে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা( নং-২১, তারিখ ২৩.০৭.২০২০ ইং) দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৫৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কলারোয়া সীমান্ত থেকে ৫ বাংলাদেশী নাগরিক আটক কাকডাঙ্গা সীমান্তে আটক ৪