সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩ | আপডেট: ৯:০৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩

সাফল্যের এক দশক পেরিয়ে, একাদশ বর্ষে পদার্পণ করলো দেশের প্রথম ফুল হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি। সাথে আছি সবসময়-শ্লোগান কে ধারণ করে ২০১৩ সালের ১৯ জানুয়ারি দেশের সম্প্রচার মাধ্যমে তৃতীয় প্রজন্মের প্রথম হাইডেফিনেশন চ্যানেল হিসেবে যাত্রা শুরু করে এসএ টিভি। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ সম্প্রচারের মাধ্যমে দর্শকদের মন জয় করে নেয় এসএ টিভি।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ১০ বছর পেরিয়ে ১১তম বর্ষে পদর্পণ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে এসএ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব হল রুমে কেককেটে এসএটিভির ১১তম বর্ষে পদর্পণ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান অনুষ্টানের প্রধান অতিথি সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন। প্রধান অতিথি এসএ টিভি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহীন গোলদারকে শুভেচ্ছা জানান।  

এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিট্রেট তানভীর আহম্মেদ, জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার আলী, প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহম্মেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, আন্তর্জাতিক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, এটিএন বাংলার এম কামরুজ্জামান, মাছরাঙ্গা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, একাত্তর টিভির বরুণ ব্যানার্জী, বাংলাভিশন টিভির আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ ময়না, সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. শহিদুল ইসলাম, ব্যবসায়ি এম মাহমুদ হাসান, সাংবাদিক মো. রেজাউল ইসলামসহ বিভিন্ন পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স