সাতক্ষীরা প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ | আপডেট: ৬:২০:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা প্রেসক্লাবের বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারী) দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানর্জি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহি, সাবেক সাধারন সম্পাদক আব্দুল বারী, মিজানুর রহমান, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাসেম প্রমুখ। সাংবাদিক নেতারা এ সময় বলেন, অগঠনতান্ত্রিকভাবে যারা প্রেসক্লাব দখল করেছেন তাদের সাথে সাংবাদিক সমাজ থাকতে পারেনা। নির্বাচনী তফশিল ঘোষনার পর নিশ্চিত পরাজয় জেনে দখল প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিরা সাংবাদিকতার মত মহান পেশাকে কলঙ্কিত করেছে। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের প্রেসক্লাব ব্যবহারের সকল বাধা অপসারন করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। সভা থেকে এ সময় নির্ধারিত সময়ে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সাতক্ষীরা প্রেস ক্লাব সংবাদটি ৩৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান