সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি গুলিবিদ্ধ প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ | আপডেট: ১০:২০:পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি গুলিবিদ্ধ হয়েছে। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সস্পাদক সৈয়দ সাদিকুর রহমান বুকে আঘাত পেয়ে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে ৪ জনকে আটক করেছে। শনিবার(৩ আগষ্ট) রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা জেলা শহরের শীবতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ফারাবি সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকে শাহাদাৎ হোসেনের ছেলে। ফারাবির পিতা শাহাদাৎ হোসেনের দাবি, রাতে শীবতলা এলাকায় ছাত্রশিবিরের কিছু নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদেক সহ ৮-১০ জন সেখানে সত্যতা যাচাই করতে গেলে, সে সময় শিবিরের নেতা কর্মীরা তাদের উপর প্রথমে গুলিবর্ষন করে পরে ইটপাটকেল নিক্ষেপ করে। হামলাকরীদের ছুড়া গুলিতে ফারাবি গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সাতক্ষীরার অতিরিক্ত সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ছাত্রশিবিরের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে বলে ধরণা করা হচ্ছে। ঘটনা স্থল থেকে পুলিশ ৪জন কে আটক করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধসাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি গুলিবিদ্ধ সংবাদটি ২৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ