সাতক্ষীরা পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালতের অভিযান: দালাল আটক: কারাদন্ড প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে শেখ তরিকুল আলম নামের এক দালালকে ৫ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেছে। রবিবার দুপুরে শহরের পলাশপোল আঞ্চলিক পাসর্পোট অফিসে এ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহি ম্যাজিস্ট্রেট সজল মোল্যা। সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম শহররে কাটিয়া রেজিস্ট্রি অফিস পাড়া এলাকার মৃত শেখ বাশারত আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি টাকা ছাড়া কেউ পাসপোর্ট করতে পারেননা এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই জন ভুক্তভোগীর স্বীকারোক্তি মোতাবেক তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম সেখান থেকে তরিকুল আলম নামের ওই দালালকে আটক করেন। তবে, অন্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদ্বন্ড প্রদান করেন। তবে, সাজাপ্রাপ্ত শেখ তরিকুল আলম জানান, পাসপোর্ট অফিসের হিসাব রক্ষক ইন্দ্রিরা গাইন, আউট সোর্সিং লাভলু, এম.এল.এস.এস মনির হোসেন ও সোহাগ প্রতিটি পাসপোর্ট বাবদ তাদের কাছ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিয়ে থাকেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্যা সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক সাখাওয়াৎ হোসেনকে তার অফিসের অবৈধ সুযোগ সুবিধা নেয় উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অফিসিয়াল ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য মৌখিক সুপারিশ করেন। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা পাসপোর্ট অধিদপ্তরপাসপোর্ট অফিসের দালাল আটক সংবাদটি ২৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান