শ্যামনগরের ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ | আপডেট: ৪:২৭:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে শীর্ষ সন্ত্রাসী ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমানকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শ্যামনগর উপজেলার মুন্সিগজ্ঞ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে শ্যামনগর সদরের গোপালপুর গ্রামের মৃত. আব্দুল হামিদ সরদারের ছেলে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ ১২টি মামলা রয়েছে। দীর্ঘদিন সে পলাতক ছিল। ওসি বলেন, গোপন সংবাদে হাফিজুর রহমানের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। একটি ধর্ষণ মামলার আদালতের গ্রেপ্তারী পরোয়ানায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৫৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা