শ্যামনগরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ১০:৪৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়কের গতিরোধকে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া আক্তার (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোনিয়া আক্তার কলারোয়া উপজেলার ধানদিয়া গ্রামের আলমগীর গাজীর স্ত্রী। এ ঘটনায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কে মুনছুর সরদার গ্যারেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,মোটর সাইকেল যোগে স্বামী-স্ত্রী মুন্সিগঞ্জ যাওয়ার পথে গ্যারেজসংলগ্ন সড়কের ওপরের গতিরোধকে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে স্বামী আলমগীর গাজী ও স্ত্রী সোনিয়া আক্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ওমর ফারুক বলেন, মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সোনিয়ার মৃত্যু হয়েছে। তার স্বামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স নিরাপদ সড়ক চাইমোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যুসড়ক দূর্ঘটনা সংবাদটি ২৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা