রোহিতা ইউনিয়নে ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০ | আপডেট: ১০:২৩:অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০

উত্তম চক্রবর্তী:
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নে আওয়ামীলীগের তিনটি ওয়ার্ডে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান বক্তার হিসাবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজ উদ্দীন এর সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা আশরাফুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আলী রায়হান, যুগ্ম সম্পাদক সাবেক সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।

এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু, রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও গাংগুলিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আলাউদ্দিন হোসেন লিটন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সদস্য মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক/মনিরামপুর(যশোর)

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক