রাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধ: মুক্তিযোদ্ধাসহ প্রধান শিক্ষক শারিরীকভাবে লাঞ্ছিত

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মে ১১, ২০২০ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, মে ১১, ২০২০

যশোরের রাজগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজন প্রধান শিক্ষককে ও একজন বীর মুক্তিযোদ্ধাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেছে সন্ত্রাসীরা। এঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ মে) সকালে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

স্থানীয় প্রত্যক্ষদর্শিরা জানান, রাজগঞ্জের হানুয়ার বটতলায় সকাল আটটার দিকে বীর মুক্তিযোদ্ধা এসএম কওসার আহমেদ ও রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, তাদের দখলে থাকা ৫ শতক বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষ এনামুল হক মিলন, সুমন ও লিটন দখল করে সেই জমির উপর ঘর-বাড়ি নির্মাণ করার কাজ শুরু করে।
এসময় অপরপক্ষ তাদেরকে সমঝোতার জন্য প্রস্তাব দিতে গেলে, মিলনের নেতৃত্বে একদল বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের উপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে এবং ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওসার আহমেদকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাৎক্ষনিক রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, ইন্সপেক্টর তারিকুল ইসলাম খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান।

এ ঘটনায় প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে মনিরামপুর থানায় হানুয়ার গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এনামুল হক মিলন, লিটন, সুমনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জন উপস্থিত ছিলো এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বীর মুক্তিযোদ্ধা কওসার আহামেদ বলেন, জাতীর একজন সূর্যসন্তান হওয়ার পরও স্বাধীন বাংলাদেশে সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত হয়েছি। এর বিচার আমি মহান আল্লাহ-তালাহর কাছে চেয়েছি।  এ ঘটনাকে কেন্দ্র করে হানুয়ার গ্রামে এরির্পোট লেখা পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিলো।


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর