রাজগঞ্জ আ’লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ‍পালিত

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ | আপডেট: ৯:১৪:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরের মণিরামপুর উপজেলার ৯ নং ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

শনিবার বিকালে সামাজিক দুরত্ব বজায় রেখে রাজগঞ্জ বাজার ভৃমি অফিস চত্ত্বরে ঝাঁপা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার মো. সাইদুর জামান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কওছার আহম্মেদ।

এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দিন, ঝাঁপা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি গোলাম রসুল চন্টা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সরদ্দার আলাউদ্দিন, এম.এ বাসার, মশিউর আলম, রাজগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের সদস্য ও ঝাঁপা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক মো. শিপন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালেদুর রহমান টিটো, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি শফিকুর ইসলাম শফি প্রমূখ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঝাঁপা উত্তরপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মনিরামপুর কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান আশিক, ইউনিয়ন যুবলীগনেতা সোহেল রানা, জাহিদ হোসেন, ফিরোজ হোসেন, হারুন হোসেন, মেহেদী হাসান, বিল্পাব হোসেন, ইউনিয়ন ছাত্রলীগনেতা আকাশ হোসেন, মুন্না, ইমন, মমিনুর, সুজন সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, নেতাকর্মিরা৷


আপনার মতামত লিখুন :

উত্তম চক্রবর্তী। নিজস্ব প্রতিবেদক। মণিরামপুর, যশোর