যশোর-৬ উপ-নির্বাচন: গণসংযোগে ব্যস্ত নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ | আপডেট: ৮:৪৭:অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): জাতীয় সংসদীয় আসন ৯০ এর যশোর-৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচন আগামী ২৯ মার্চ। এখানে মোট ৩ জন দলীয় প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ ও জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহ হাবিবুর রহমান। এ উপ-নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করে চলেছে নৌকা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। প্রতিদিন সকাল থেকে রাত অবদি কেশবপুর পৌর এলাকাসহ উপজেলার ১১টি ইউনিয়নে স্ব স্ব দলের নেতাকর্মীদের সাথে নিয়ে দুই প্রার্থী গণসংযোগ করে চলেছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গণসংযোগ করে চলেছেন। এ সময় তাঁর সাথে সার্বক্ষণিক উপস্থিত থাকছেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এসএম রুহুল আমীন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.কে.এম খয়রাত হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, কেশবপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মোড়ল, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক ও পেীর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, কেশবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুল ইসলাম মুক্ত, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন খান, আওয়ামী লীগ নেতা হিজলডাঙ্গা কলেজের অধ্যক্ষ মশিয়ুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, যশোর জেলা আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান শাহারুল ইসলাম, যুবলীগের আহবায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, আওয়ামী লীগ নেতা মুনসুর আলী সরদার, মনোজ তরফদার, শহিদুজ্জামান শাহিন, মশিয়ার রহমান দফাদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না, সাহরিয়ার রায়হান সান্টু, ছাত্রলীগের আহবায়ক কাজী আজহারুল ইসলাম মানিক, পৌর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আবুল বাসার খান, যুবলীগ নেতা টিপু সুলতান, সেলিম রেজা, সাজ্জাদ হোসেন, আল হেলাল সরদার, সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা কর্মীরা। অপর দিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ গণসংযোগ করে চলেছেন। এ সময় তাঁর সাথে সার্বক্ষণিক উপস্থিত থাকছেন, বিএনপির খুলনা বিভাগীয় সংগ্রামী সাংগঠণিক সম্পাদক সাবেক এমপি নজরুল ইসলাম মজ্ঞু, খুলনা বিভাগীয় সংগ্রামী সহ-সংগঠণিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আবদুস সামাদ বিশ্বাস, যশোর জেলা বিএনপির যুগ্ম সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুর হক সাবু, সাংগঠণিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর থানা বিএনপির সাংগঠণিক সম্পাদক কাউন্সিলর মশিয়ার রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাবেক ছাত্রদলের অন্যতম নেতা শেখ শহিদুল ইসলাম শহিদ, থানা বিএনপির প্রচার সম্পাদক রেজাউল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, বিদ্যানন্দাকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান কে এম খলিলুর রহমান, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হুমায়ুন কবীর পলাশ, হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতা মাহবুবুর রহমান মল্লিক, সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির নেতা রেজাউল ইসলাম, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির নেতা ইউপি সদস্য রেজাউল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার রেজাউদ্দৌলা নিজাম, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির নেতা মাজেদুর রহমান মাজেদ, পৌর বিএনপির নেতা সাবেক কাউন্সিলর আনিসুজ্জামান আনিচ, সাবেক কাউন্সিলর আবদুল হালিম, বিল্লাল হোসেন, দবির উদ্দিন, কামরুজ্জামান লিটন, যুবদল নেতা আলমগীর সিদ্দিক, আবদুল হালিম অটল, আবু নঈম, জাহাঙ্গীর আলম মিন্টু, ইব্রাহীম হোসেন বিশ্বাস, আলমগীর হোসেন আলম, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, মহেদী হাসান শিপন, মজনু হুসাইন, বাবুল রানা বাবু, মেহেদী হাসান হিমেল, আজিজুর রহমান আজিজ, মেহেদী হাসান বিশ্বাস, সবুজ আরমান, এম ডি মোস্তাফিজ, শামীম রেজা, সুজন হোসেন, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান আসাদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদলের নেতাকর্মীরা। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান যশোর ৬ সংসদীয় আসন সংবাদটি ৭৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু