মণিরামপুরের নেংগুড়াহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও রোগীদের মাঝে মাস্ক বিতরণ প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ | আপডেট: ১১:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০ চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম। যশোর জেলার মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের নেংগুড়াহাট দারুল উলুম (সিঃ) ফাজিল মাদ্রাসার মাঠে শুক্রবার বিকালে বিনামুল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এদিন বিকালে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মাষ্টার আমির আলী খান। মেডিকেল ক্যাম্পে সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন মণিরামপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল ইসলাম। এ সময় তিনি রোগীদের মাঝে মাস্ক বিতরণ করেন। উদ্বোধনের সময় ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষঞ্জ ডাক্তার দ্বারা বিনা মূল্যে যত্ন সহকারে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন। প্রতি শুক্রবার বিভিন্ন বিশেষঞ্জ ডাক্তারগণ রোগী দেখবেন। প্রথম দিনে রোগীর সেবা প্রদান করেন যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নাজিয়া নওরীম ও ডাঃ সালাউদ্দিন স্বপনসহ বিভিন্ন ডাক্তারগণ। সংবাদটি ৩৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য