মণিরামপুরে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ যশোরের মণিরামপুরে যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫- তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল হয়। বৃহস্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের পুত্র যুবলীগ নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, আব্দুল কুদ্দুস,পৌর যুবলীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, হাবিবুর রহমান জনি, যুবলীগ নেতা সুমন দাস, পলাশ ঘোষ, আমিনুর রহমান, ছাত্রলীগ নেতা সাহিদুর রহমান, সাজ্জাত হোসেন, হাসান প্রমূখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিশেষ মোনাজাত করা ও তাবারক বিতরণ করা হয়েছে। সংবাদটি ৩৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য