মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে এক মোটর সাইকেল চালক ও দুই ব্যবসায়ীকে জরিমানা প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, মে ৩, ২০২০ | আপডেট: ৮:৪২:অপরাহ্ণ, মে ৩, ২০২০ যশোরের মণিরামপুরে এক মোটর সাইকেল চালক ও দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। রবিবার পৌর এলাকায় দোকানের বাহিরে মালামাল রেখে বিক্রি করার দায়ে মুদি ব্যবাসায়ী অলোক কুন্ডুকে ১ হাজার টাকা, ও প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা না থাকায় আজমীর বেকারী মালিককে ৩ হাজার টাকা এবং মোটর সাইকেল চালানোর সময় হেলমেট না থাকায় রাশেদুর ইসলামকে ৫’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুফল চন্দ্র গোলদার। এ সময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফ, ফায়ার সার্ভিসের লিডার সালাম হোসেন, সার্ভেয়ার আব্দুল মান্নান, আনসার ও ভি.ডি.পির- ওয়ার্ড দলপতি মোঃ সুমন হোসেন, সাগর হোসেন, বিল্লাল হোসেন প্রমূখ। ভ্রাম্যমাণ আদালত সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য