ভালোবাসার কবিতা: “তুমিই চলে গেলে”

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০ | আপডেট: ৭:৩৯:অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
ভেবেছিলেম তোমায় ভালোবেসে
ভালোবাসাকে আশ্রয় করে 
বেঁধে রাখবো জীবন ভর। 
কিন্তু আমাকে অতীত করে
নতুন সময়ের খোঁজে
তুমি বেরিয়ে পড়লে! 
 
 
একদিন তুমি আমাকেই চেয়েছিলে
নিঃশব্দে নিচ্ছিদ্র পথে
গহীন অন্তরে টোকা দিয়ে বলেছিলে-
‘ফিরিয়ে দিয়োনা আমায়
তুমি আমাকে কখনো ছেড়োনা।’
 
ফিরিয়ে দিতে পারিনি আমি
এক অমোঘ সত্য 
বারবার তোমার কাছেই
টেনে নিয়ে যেতো! 
কি দুর্বার আকর্ষণ!
 
 
হঠাৎ কি যে হলো
তৃপ্ত মনে অতৃপ্তির পরশ 
ঘন কুয়াশায় আচ্ছন্ন করে 
তুললো তোমাকে! 
 
 
চঞ্চল মন পেলো বেপরোয়া প্রশ্রয়,
শুরু হলো ভালোবাসার
হাওয়া বদলের পালা! 
নতুন তৃপ্তির সন্ধানে
অন্য এক সময়ের খোঁজে
তুমি নিজেই ছেড়ে গেলে আমায়! 
 
 
আমার সময় স্তব্ধ করে দিয়ে 
তুমিই চলে গেলে আমায় একা করে!    

আপনার মতামত লিখুন :

কবি: রুদ্র অয়ন। ঢাকা