বুধহাটা কেজি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ৮:২৪:অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, আশাশুনি(সাতক্ষীরা): আশাশুনি উপজেলার বুধহাটা এবিসি কেজি স্কুলে মুজিব শতবর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্কুল চত্বরে দিনব্যাপী এঅনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকমন্ডলীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন, কেজি স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ও জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা জেলা বিশেষ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক আলমিন হোসেন ছোট্টু, সহকারি শিক্ষক মুক্তা আক্তারী, ইয়াসিন আলী, রাফিজা খাতুন, আমিনুর রহমান, শেখ আখতারুজ্জামান, পাপিয়া সরকার, তাসলিমা খাতুন, শামীমা আক্তার জবাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দৌঁড়, গণিতে মেধা যাচাই, ব্যাঙ লাপ, মার্বেল দৌঁড়, বল নিক্ষেপ, লম্বা লাপ, চেয়ারে বসা, বালিশ ছোড়াসহ দেশীয় বিভিন্ন খেলায় স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক আছাফুর রহমান। আগামী রবিবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আউটডোর ও ইনডোরের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৩১৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১