বিশ্ব মা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, মে ১২, ২০১৯ | আপডেট: ৩:৩০:অপরাহ্ণ, মে ১২, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: বিশ্ব মা দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে রবিবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহারের সভাপতিতে¦ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুর্শিদা খাতুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা বিশ্ব মা দিবসমা দিবসসাতক্ষীরায় মা দিবস পালিত সংবাদটি ২৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান