বাগেরহাট ম্যাটস’র অধ্যক্ষ খুনিদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ | আপডেট: ৩:৫৯:অপরাহ্ণ, জুন ২১, ২০২০ বাগেরহাট ম্যাটস’র অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খানের খুনিদের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় পৃথক পৃথক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল কলেজ, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাঃ আব্দুর রাকিব হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচী পালনকালে ডাক্তার রাকিবের সম্মানে দুই মিনিট নীরবতা পালন করা হয়। এসময় তারা বলেন, রাকিব হত্যার সাথে জড়িতদের সবাইকে গ্রেফতার করে দ্রুত আইনে সোপর্দ করতে হবে। প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম, অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, ডা. কাজী আরিফ আহমেদ, ডা. রুহুল কুদ্দুস, ডা. শঙ্কর প্রসাদ, ডা. মানস কুমার মন্ডল এবং সব সিনিয়র এবং জুনিয়র ডাক্তাররা। পরে,রোববার বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জের তারালী চৌরাস্তা মোড়ে দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন পল্লীর মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে শেখ মোশারাফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউপি সদস্য সামছুজ্জামান, বাবলু রহমান, কবীর হোসেন, সেলিনা আক্তার, মোনাজাত হোসেন, ইসরাইল সানা, ওহাব আলী সরদার প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন, গবীরের বন্ধু, সাতক্ষীরার কৃতি সন্তান ডা. আব্দুর রকিব খানকে হত্যার ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। দ্রুততার সাথে এর উপযুক্ত বিচার না হলে দেশের চিকিৎসক সমাজ সাধারণ মানুষকে সেবা দিতে অনুৎসাহিত হবে। বক্তারা ডা. আব্দুর রকিব খানের খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। সংবাদটি ৩১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান