বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙনের প্রতিবাদে চুকনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙনের প্রতিবাদে চুকনগরের আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙনের প্রতিবাদে রবিবার মাগরিববাদ আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি চুকনগর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড চত্বরে আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জি এম ফারুক হোসেন, মাষ্টার আশুতোষ নন্দী, মাষ্টার সিরাজুল ইসলাম, সরদার অহিদুল ইসলাম, শেখ হাবিবুর রহমান, অধ্যক্ষ জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। বক্তব্য রাখেন শেখ আজিম উদ্দীন, যুবলীগ নেতা বিশ্বজিত মজুমদার, সম ইকবাল হোসেন সালাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ, ইব্রাহিম হোসেন, তরিকুল ইসলাম বাবু, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। সংবাদটি ৫৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু