বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় শিশুমেলা ও র্যালি অনুষ্ঠিত প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ | আপডেট: ৬:০৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় দুইদিন ব্যাপী শিশুমেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশু ও নারী উন্নয়নে সচেতনতামুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের অধীনে ও জেলা তথ্য অফিসের আয়োজন রবিবার বেলা ১১টায় সাতক্ষীরার ডিবি ইউনাইটেড হাইস্কুলে উক্ত মেলার উদ্বোধন করা হয়। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোমিনুর রহমান মুকুল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত ও ভাষার গান পরিবেশিত হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স মুজিব বর্ষসাতক্ষীরায় শিশুমেলা সংবাদটি ৩৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ