বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকীতে তালায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ | আপডেট: ৮:১৪:অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০ বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী সাতক্ষীরার তালায ৮ দলীয় ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় শাহাজাতপুর ইউছুপ স্মৃতি সংঘ ফুটবল একাদশ ও আশাশুনী উপজেলার বড়দল আদর্শ যুব সংঘ ফুটবল একাদশ অংশগ্রহন করেন। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৪ টায় তালার জালালপুর ইউনিয়ন বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উৎযাপন কমিটির আয়োজনে জেঠুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্ণামেণ্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ(এমপি)। অন্যান্য অতিথি’র মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা মোঃ মইনুল ইসলাম, তালা মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মহিবুল্লাহ মোড়ল, তালা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, মুন বিক্সস এর সত্তাধীকারি ইন্দ্রজীৎ দাশ বাপী, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তি, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু, আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুল গফফার, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাম প্রশাদ দাশ, সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম লিয়াকত হোসেন প্রমুখ। খেলায় শাহাজাতপুর ইউছুপ স্মৃতি সংঘ ফুটবল একাদশ ১-০ গোলে বিজয়ী লাভ করেন। সংবাদটি ৬১৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু