প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে সংযুক্ত হবেন চুকনগরের কাঁঠালতলার আশ্রয়ন প্রকল্পে প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ | আপডেট: ৯:১৫:অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২১ মুজিব বর্ষ উপলক্ষ্যে উপকূল এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ঝুঁকিতে থাকা গৃহহীন মানুষদর নিরাপদ আশ্রয়ের জন্যে ঘর নির্মাণ কার্যক্রম চলছে। আগামী শনিবার (২৩ জানুয়ারী) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে আশ্রায়ণ প্রকল্পের নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বােধন করবেন বলে জানা গেছে। সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনার ডুমুুরিয়া উপজেলার কাঠাঁলতলা আশ্রয়ন পকল্পে সরাসরি যুক্ত হবেন তিনি। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুুতির কাজ এগিয়ে চলেছে। এদিকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার(২১জানুয়ারী) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক প্রস্তুুতি বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না একটিও পরিবার’ এই শ্লােগান নিয়ে ডুমুরিয়া উপজেলায় বাস্তবায়নাধীন ‘ক’ শ্রেণী অর্থাৎ ভূমিহীন-গৃহহীন ১ হাজার ৮শ ৭৯টি পরিবারের মধ্যে প্রথম পর্যায়ে ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১৪০টি হতদরিদ্র ভূমিহীন-গৃহহীন পরিবারের মানুষের জন্যে সরকারী ব্যবস্হাপনায় তৈরী হচ্ছে এক একটি পাকা ঘর। আর এই ঘরের মধ্যে দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রাকৃতিক দূর্যােগে উপকূল এলাকায় ঝুঁকিতে থাকা হত দরিদ্র মানুষের নিরাপদ আশ্রয়ের সংস্হান হতে যাচ্ছে। পরিবারের জন্য ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করার উদ্যােগ নেয়া হয়েছে। ঘরগুলাে যাতে টেকসই এবং মানসম্মত হয় সে জন্যে উপজেলা পর্যায়ের মনিটরিং কমিটি নিয়মিত তদারকি করছে। উপজেলার রঘুনাথপুর,সাহস আটলিয়া ইউনিয়নের পৃথক তিনটি স্হানে ঘরগুলি নির্মিত হলেও আটলিয়ার কাঁঠালতলা নামক স্হানে বুড়ি ভদ্রা নদীর পাড় এলাকায় নির্মিত ঘরগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি যুক্ত হবেন। সরাসরি সম্প্রচার নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নির্দেশনায় ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যক্ষ তদারকিতে সকল পর্যায়ের কর্মকর্তারা এক নাগাড়ে কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলা প্রকৌশলী বিদ্যুত কুমার দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা মাে: মােসাদ্দেক হােসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাে: আশরাফ হােসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাে: ফিরোজ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক বিষয় দেখভাল করছেন। সম্প্রচার স্থানে বিশাল আকৃতির যায়ান্ট স্ক্রীণ, সাউন্ড সিস্টেম, দুর নিয়ন্ত্রিত শব্দযন্ত্র, দৃষ্টি নন্দন প্যানা ফেস্টুন, পল্লী বিদ্যুতের সংযোগ ছাড়াও থাকছে নিজস্ব বিদ্যুত ব্যবস্থা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ জানান, আগামী ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ভাবে এ ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করবেন। কাঁঠালতলায় নির্মিত ঘরগুলো হস্তান্তর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। উপজেলায় ১ হাজার ৮শ ৭৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারের তালিকা করা হয়েছে। মুজিব বর্ষের মধ্যেই যাদের পর্যায়ক্রমে ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানান তিনি। খুলনা জেলা প্রশাসক মােহাম্মদ হেলাল হােসেন বলেন, ভৌগোলিক দিক থেকে উপকূলের মানুষদের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি সবচেয়ে বেশী। সে কারনে প্রাকৃতিক দুর্যােগ এই সকল হতদরিদ্র মানুষদের সব চেয়ে বেশী ঝুকিতে থাকতে হয়। এই ঘর নির্মানের মধ্যে দিয়ে ঝুঁকিতে থাকা পরিবার গুলোর ক্ষতির পরিমান কমিয়ে আনতে পারে । সংবাদটি ৫০৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু