পিতার নিকট মোটরসাইকেল দাবী, না পেয়ে ছেলের আত্নহত্যা প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ | আপডেট: ১২:২০:অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১ ছবি: মুন্না গোলদার। ছবিটি এফবি থেকে নেওয়া। খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেল না পেয়ে রোববার বিকেলে মুন্না গোলদার(২১) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শোভনা ইউনিয়নের দক্ষিণ চিংড়া গ্রামে হিল্লাল গোলদারের পুত্র। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, কয়েক দিন ধরে মুন্না তার পিতার নিকট একটি মোটরসাইকেল দাবী করে আসছিল। কিন্তু সামর্থ না থাকার কারণে পিতা বাইক কিনে দিতে ব্যর্থ হওয়ায় রাগে ক্ষোভের বশে আত্নহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সংবাদটি ৩৯০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়