পাটকেলঘাটায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেন টিটুর পিতার ইহলোক ত্যাগ প্রকাশিত: ১২:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ | আপডেট: ৯:৩৩:অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন টিটুর পিতা মোঃ আবুল হোসেন সরদার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বৃহস্পতিবার(১৯ নভেম্বর) রাত্র ১০.৩০ মিনিটে সাতক্ষীরা সিবি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘ দিন যাবত যকৃত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তান, আত্বীয়-স্বজন, বহু গুনগ্রাহী সহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। শুক্রবার(২০ নভেম্বর) জুম্মাবাদ জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ী থানার সরুলিয়ায় পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ১নং ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। সংবাদটি ৫৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু