পাটকেলঘাটায় মৎস্যঘের করার কারনে বসবাসে অসুবিধা হচ্ছে স্থানীয়দের প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটার কেশা গ্রামের কেশার বিলে অপরিকল্পিত ভাবে মৎস্যঘের করার কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে বসতবাড়ি কবরস্থানে পানি উঠে যাওয়ায় জনগনের দূর্ভোগ বেড়ে গেছে। বর্ষা মৌসুমে মৃত মানুষের দাফন কাফনে অসুবিধা হয়। এ ঘটনায় ফুসে উঠেছে এলাকার জমির মালিকরা। এদিকে মেয়াদ উত্তীর্ন হওয়ার পরেও জোরপূর্বক ঘেরে থাকার জন্য পায়তারা চালাচ্ছে সাবলিজ গ্রহিতারা। তারা ঘটনার প্রতিকার চেয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর ২শতাধিক লোক গনস্বাক্ষর পূর্বক একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগে জানা যায়, কেশবপুর উপজেলার সাগর দত্তকাটি গ্রামের কলিম উদ্দীন কবিরাজের পুত্র মোঃ মনিরুজ্জামানের নিকট। তিনি লিজের ১০নং শর্ত ভঙ্গ করে সাবলিজ প্রদান করেন তালা উপজেলার বারাত গ্রামের আফছার উদ্দীনের পুত্র তৌহিদুর রহমান, নোয়াকাটি গ্রামের মৃত নয়েজ সরদারের পুত্র আলাউদ্দীন ও কেশা গ্রামের মৃত দলিল উদ্দীনের পুত্র মোঃ নুরুল ইসলামের নিকট। এদিকে ডিডের শর্ত মোতাবেক মেয়াদ উত্তীর্ন হওয়ার পরেও কিছু লোকের সহযোগিতায় প্রভাব বিস্তার করে পুনরায় মৎস্য ঘেরে থাকার জন্য ডিড তৈয়ারীর পায়তারা চালাচ্ছে। এলাকার জমির মালিক কেশা গ্রামের সালাউদ্দীন, নুরআলী, আবুবক্কর, সেরমত, মোস্তফা সরদার, ইছাক সরদার, আব্দুল বারী, কামাল উদ্দীনসহ জমির মালিকরা জানায়, আমাদের তফশীল সম্পত্তিতে মৎস্য ঘেরের জন্য লিজ না দিলে আমাদেরকে হুমকি ধামকি সহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। এলাকায় মৎস্য ঘের করার কারনে বৃষ্টির সময় কবরস্থান সহ চাষের জমি ও পৈত্রিক ভিটায় পানি জমে বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। আমরা এলাকার শান্তিপ্রিয় জনসাধার বিষয়টি নিষ্পত্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ১৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু