পাটকেলঘাটায় ফসলের ক্ষেতের পাশে ড্রেন থেকে এক নারীর মরদেহ উদ্ধার প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১ | আপডেট: ৩:১৭:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১ সাতক্ষীরার পাটকেলঘাটায় ফসলের ক্ষেতের পাশের ড্রেন থেকে ফেরদৌসী বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামে। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা সাইদুজ্জামান শুভ জানায়, সকালে বাড়ির মসজিদের পাশ থেকে প্রতিবেশীরা গৃহবধুর লাশ দেখতে পায়। মরদেহের পাশ থেকে একটি কীটনাশকের বোতল উদ্ধার করেছে পুলিশ। তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান লিপু জানান, উদ্ধারকৃত মরদেহটি স্থানীয় গৃহবধু ফেরদৌসী পারভিনের (৪৫)। এই গৃহবধুর দুই স্বামী আছে প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ ও দ্বিতীয় স্বামী আব্দুস সবুর। ফেরদৌসি থাকতেন প্রথম স্বামী শেখ আব্দুল্লাহ’র কাছে। কিন্তু তার সন্তানদের সাথে ফেরদৌসীর জমির ফসল নিয়ে মতবিরোধ ছিল। সকালে স্থানীয়রা ফসলের ক্ষেতের ড্রেনে ফেরদৌসির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মিঠাবাড়ি গ্রামে স্থানীয় মসজিদের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এসজি/ডেক্স সংবাদটি ১৬৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু