পাটকেলঘাটায় তালা উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ৭:৪৫:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ রিপন হোসাইন: পাটকেলঘাটায় তালা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার(১৭ মার্চ) বিকাল ৫টায় তালা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইচ-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাষ্টার শেখ আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা এড. কার্তিক চন্দ্র দাশ, হাবিবুর রহমান পিন্টু, শেখ আনছার আলি, সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রব পলাশ, শাহ-আলম টিটো, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহফুজুর রহমান মধু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মশিউর আলম সুমন, আওয়ামীলীগ নেতা শেখ নুরুল হক, মফিদুল ইসলাম, আকবর আলি, রোকনুজ্জামান মামুন, রাশেদুল হক মনা, সাইফুল ইসলাম, শেখ আব্দুল ওয়াদুদ, আব্দুল্লাহ বিশ্বাস, বিশ্বাস আব্দুল মজিদ, আসাদুল ইসলাম, হাফিজুর রহমান, আবির হোসেন রনি, আব্দুর সাত্তার, সাবেক ছাত্রলীগ নেতা রিপন হোসাইন, কুমিরা কৃষকলীগ নেতা নাজমুল হাসান মিঠু প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত করেন প্রবীন আলেমেদ্বীন মাওলানা আবু মূসা। সুন্দরবনটাইমস.কম/ডেক্স বঙ্গবন্ধুর রূহের মাগফিরাত কামনায় দোয়া সংবাদটি ২৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু