পাটকেলঘাটায় ও তালায় নতুন করে ৩ জনের করোনা পজিটিভ: উপজেলায় মোট ৫৪ প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ | আপডেট: ৭:৫৮:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ তালা উপজেলায় ঔষুধ কোম্পনীর প্রতিনিধি, গৃহবধূসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। তারা হলেন স্কয়ার কোম্পানীর প্রতিনিধি তালা সদরের বোরহান উদ্দীন (৪২), খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের আব্দুল জব্বারের পুত্র রফিকুল ইসলাম (৫৫) এবং পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের মানকিহার মল্লিকপাড়া গ্রামের হারুন অর রশিদের স্ত্রী নাসরিন সুলতানা (৩৪)। এছাড়া উপজেলার ডাংগানলতা গ্রামের মোঃ বিল্লাল হোসেন (৩৪) নামের এক যুবকরে ফের করোনা পজিটিভ এসেছে। শুক্রবার (১৭ জুলাই) বিকালে তালা স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছেন। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত উপজেলায় ১৩ নারীসহ মোট ৫৪ জন করোনা পজিটিভ রোগি সনাক্ত হয়েছে। এরমধ্যে দুইনারীসহ ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন বলে জানিয়েছেন তিনি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ও পাটকেলঘাটাা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, থানা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে। এ সময় এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এদিকে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, শুক্রবার (১৭ জুলাই) জেলায় মোট ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে তালার মোঃ বিল্লাল হোসেন (৩৪) নামের এক যুবকরে ফের করোনা পজিটিভ এসেছে। শুক্রবার পর্যন্ত এ জেলা থেকে মোট ৩ হাজার ১৬১ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ইতিমধ্যে ২ হাজার ২২৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ৪৬৮ জন করোনা পজিটিভ ও বাকীদের সব নেগোটভ রিপোর্ট এসেছে। এদিকে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসপাটকেলঘাটা থানা পুলিশসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ১১৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত