পাটকেলঘাটায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ | আপডেট: ৭:৫৩:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): করোনা ভাইরাস প্রতিরোধে গনসচেতনতা বৃদ্ধিতে সরুলিয়া ইউনয়ন পরিষদের উদ্যোগে জরুরী সভা বৃহস্পতিবার বেলা ১১টায় ইকোপার্কস্থ পাটকেলঘাটা বাজার কমিটির কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে সচিব প্রবীর হাজারীর পরিচালনায় সভায় ইউনিয়নরে সকল স্বাস্থ্যকর্মি, ইউপি সদস্যবৃন্দ ও গ্রামপুলিশের সকল সদস্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নে ইউপি সদস্যকে আহবায়ক করে ওয়ার্ড ভিত্তিক ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। ইউপি চেয়ারম্যান বলেন করোনা নিয়ে কোন আতঙ্ক নয় সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। তিনি বলেন বিদেশ থেকে কোন লোক আপনাদের এলাকায় অবস্থান করলে স্বাস্থ্যকর্মি সহ পরিষদকে অবহিত করার আহবান জানান। একাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাস সংবাদটি ৩১৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু